ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে স্যালাইন বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের দরগা রোড, বাহিরগোলা বাজার ও সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পেয়াজ ও আলুর মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং স্যালাইনের দাম বেশি নেয়ায় অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,সিব্যবসায়ী,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত